শুক্রবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র।
পরিষদের সভাপতি দীপংক শিকদার দীপুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিলীপ দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রবিন লাল, ঢাকা জেলা সভাপতি শ্যামল রায়, প্রধান সমন্বয়কারী সুবীর সাহা প্রমুখ।
সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতে সরকারে বিভিন্ন পর্যায়ে সংরক্ষিত আসন-পদ সৃষ্টি এবং অধিকার আদায়ে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
এমসি/এইচএ/