ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ হিন্দু পরিষদের আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ১২, ২০১৭
বাংলাদেশ হিন্দু পরিষদের আত্মপ্রকাশ

ঢাকা: হিন্দু সম্প্রদায়ের সামগ্রিক অধিকার আদায় ও ধর্মীয় সংখ্যালঘুদের একত্রীকরণের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ নামক একটি সংগঠন।

শুক্রবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র।

 

পরিষদের সভাপতি দীপংক শিকদার দীপুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিলীপ দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র  সরকার, সাংগঠনিক সম্পাদক রবিন লাল, ঢাকা জেলা সভাপতি শ্যামল রায়, প্রধান সমন্বয়কারী সুবীর সাহা প্রমুখ।

সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতে সরকারে বিভিন্ন পর্যায়ে সংরক্ষিত আসন-পদ সৃষ্টি এবং অধিকার আদায়ে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
এমসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।