আটক মাদক বিক্রেতারা হলেন- চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উপতলা গ্রামের আতর আলীর ছেলে জহির উদ্দিন (৩২) ও কুমিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জামাল হোসেন (৩০)।
শুক্রবার (১২ মে) সকালের দিকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-৭২৮১) তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা এলাকায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আক্কাসের নেতৃত্বে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ওই প্রাইভেটকারে ৫৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১২, ২০১৭
জিপি/জেডএস