ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অগ্নিসংযোগ মামলায় দিনমজুর কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
বগুড়ায় অগ্নিসংযোগ মামলায় দিনমজুর কারাগারে

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি দিনমজুর কুড়ান শেখকে (৭৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ মে) বেলা ১২টার দিকে আদালতে নেওয়া হলে বিচারক কুড়ান শেখকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উপজেলার গাজিয়াবাড়ী গ্রামের পর্বত আলীর ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ড বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনার অধিকতর তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়া মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

তবে গ্রেফতার কুড়ান শেখ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাজিয়াবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোলাম শেখ প্রতিবেশী কুড়ান শেখের ছেলে আশরাফুল ইসলামের কাছ থেকে ৭ শতক জমি কেনেন। মোলাম শেখ উক্ত জমির ওপর বসতবাড়ি তৈরি করে প্রায় ৫ মাস ধরে পরিবার নিয়ে বাস করছেন। ‍

কিন্তু ছেলের জমির বিক্রির বিষয়টি জানানো হয়নি কুড়ান শেখকে। পরে বিষয়টি জানতে পেরে মোলাম শেখের ওপর ক্ষুব্ধ হন কুড়ান শেখ।
 
এরই মধ্যে গত ১০ মে (বুধবার) গভীর রাতে কে বা কারা মোলাম শেখের গোয়ালঘরে আগুন দেয়। আগুনে ১টি ঘর, ১টি শ্যালোমেশিন ও ২টি গরু পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন মোলাম শেখ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) এ ঘটনায় কুড়ান শেখসহ তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
এমবিএইচ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।