ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কারখানায় কিশোরী ধর্ষণ, মালিকের শ্যালক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
কারখানায় কিশোরী ধর্ষণ, মালিকের শ্যালক গ্রেফতার

ঢাকা: রাজধানীতে এবার একটি মোমবাতি তৈরির কারখানায় ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ওই কারখানার মালিকের শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ৩টার দিকে দক্ষিণখান থানায় কর্মস্থলে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলাটি করেন তার মা। মামলার আসামির নাম ইউসুফ।

মামলা তদন্তের অংশ হিসেবে শুক্রবার (১২ মে) দুপুরে ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, কিশোরী কারখানায় কাজ করার সময় মালিকের শ্যালক ইউসুফের (২৪) হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ মামলার তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১২, ২০১৭
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।