বৃহস্পতিবার (১১ মে) বেলা ৩টার দিকে দক্ষিণখান থানায় কর্মস্থলে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলাটি করেন তার মা। মামলার আসামির নাম ইউসুফ।
মামলা তদন্তের অংশ হিসেবে শুক্রবার (১২ মে) দুপুরে ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, কিশোরী কারখানায় কাজ করার সময় মালিকের শ্যালক ইউসুফের (২৪) হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ মামলার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১২, ২০১৭
এজেডএস/এইচএ/