শুক্রবার (১২ মে) বেলা ১১টায় অশ্বিনী কুমার হলে ছবি আকার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) গাজী মো. সাইফুজ্জামান।
চিত্র প্রদর্শনী ঘুরে দেখে ডিসি সাইফুজ্জামান বলেন, ‘চিত্রগুলো অসাধারণ সুন্দর হয়েছে।
প্রদর্শনীতে ৩০ জন শিল্পীর আঁকা ৩০টি ছবি, রবীন্দ্রনাথের অঙ্কিত ছবির প্রতিলিপি ও রবীন্দ্র পুস্তক প্রদর্শিত হচ্ছে। সন্ধ্যায় সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক। সভাপতিত্ব করবেন চারুকলা, বরিশালের সভাপতি মো. আলতাফ হোসেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১২, ২০১৭
এমএস/জিপি