শুক্রবার (১২ মে) ভোরে উপজেলার তিন নম্বর ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাস্টন ওই উপজেলার রতন দেব নাথের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা রাস্টনকে কুপিয়ে জখম করে গোয়াইনছড়ি এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার (অপরাধ) বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/