কুড়িগ্রাম জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত আধুনিক সুবিধা সম্বলিত ৪তলা ফাউন্ডেশনের ২তলা বিশিষ্ট ভবনে রয়েছে ৪টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষসহ একটি কনফারেন্স হল।
শুক্রবার (১২ মে) রৌমারী ডাকবাংলো চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী।
রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন এমপি, কুড়িগ্রাম গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, সিএসডিকে এনজিও পরিচালক আবু হানিফ, জেলা পরিষদের সদস্য আজিম উদ্দিন মাস্টার, রাজিয়া সুলতানা রেণু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি করিম, সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বঙ্গবাসী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১২, ২০১৭
জিপি/জেডএস