শুক্রবার (১২ মে) বিকেলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুদো নীলফামারী জেলা সদরের বড়ুয়ার বেড়াকুঠি এলাকার গঙ্গা রায়ের স্ত্রী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করেন বুদো। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/