শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার গঙ্গানগর গ্রামের দিলু মিয়ার বাড়ির পাশ থেকে শাড়িগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ষাট লাখ টাকা।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে গঙ্গানগর গ্রামে অভিযান চালানো হয়। এসময় দিলু মিয়ার বাড়ির পাশ থেকে ৪৯১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী শাড়িগুলো রেখে পালিয়ে যান।
এ ঘটনায় পলাতক দু’জনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/