ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় ৪৯১ পিস ভারতীয় শাড়ি জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
কসবায় ৪৯১ পিস ভারতীয় শাড়ি জব্দ কসবায় ৪৯১ পিস ভারতীয় শাড়ি জব্দ-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৪৯১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার গঙ্গানগর গ্রামের দিলু মিয়ার বাড়ির পাশ থেকে শাড়িগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ষাট লাখ টাকা।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে গঙ্গানগর গ্রামে অভিযান চালানো হয়। এসময় দিলু মিয়ার বাড়ির পাশ থেকে ৪৯১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী শাড়িগুলো রেখে পালিয়ে যান।

এ ঘটনায় পলাতক দু’জনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।