এতে আরিফ (১৩) ও ইয়ামিন (১৪) নামে দুই কিশোর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ৩ কিশোর পুরান ঢাকার পুরাতন মোগলটুলি এলাকায় থাকে। তারা বৃহস্পতিবার (১১ মে) রাতে বংশাল রায়সাহেব বাজার এলাকায় তাদের পরিচিত এক দোকান থেকে লেবুর শরবত পান করে বাসায় চলে যায়।
শুক্রবার (১২ মে) ওই ৩ কিশোর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে বিকেল ৪টায় শুভকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি জানান, লেবুর শরবতের সঙ্গে মিশিয়ে তাদের কিছু খাওয়ানো হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
জেডএস