শুক্রবার (১২ মে) দুপুরে কাপাসিয়ার আদালতপাড়া এলাকার রুহুল আমিনের ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, কাপাসিয়া উপজেলার আদালতপাড়া এলাকায় রুহুল আমিনের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন শামীমা আক্তার।
পরে থানায় খবর দিলে দুপুর সোয়া ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে শামীমার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এঘটনার পর থেকে নিহতের স্বামী হাবিবুর রহমান পলাতক রয়েছেন। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরএস/এসএইচ