শুক্রবার (১২ মে) বিকেলে সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ এ আদেশ দেন। পাশাপাশি ঘোড়া দু'টিকে নির্দিষ্ট সময়ের জন্য স্থানীয় বাবুল চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মহারাজ (২০), মো. ইমরান হোসেন (১৯) ও মো. বেলাল হোসেন (২২)।
ইউএনও তৌছিফ আহমেদ বাংলানিউজকে বলেন, সোনাকাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. কবির আকন ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি তার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর জন্য বরগুনা সদর উপজেলার নয় নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের নান্টু মল্লিকের কাছ থেকে দু'টি ঘোড়া ১৫ দিনের জন্য ছয় হাজার টাকায় ভাড়া আনেন। পরে তার সমর্থকরা ওই ঘোড়া দু'টি নিয়ে প্রচার-প্রচারণার জন্য নির্বাচনী এলাকার গ্রাম-গঞ্জে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়া দু’টিসহ ওই তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এ আদেশ দেন।
২৩ মে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/এসএইচ