বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান এনামুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এনামুল হক জানান, নিহত ৫ জনই আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।
এরা হলেন, সাজ্জাদ হোসেন (৫০), তার স্ত্রী বেলী বেগম (৪৫), ছেলে আল আমিন (১৮), মেয়ে কারিমা খাতুন (২৪) এবং আশরাফুল (২৪)। আশরাফুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দেবিপুর গ্রামে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি জানান, পরিবার মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এজন্য মরদেহগুলো কোয়ান্টামে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলারও প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
অপারেশন ‘সান ডেভিল’ সমাপ্ত, ১১ বোমা-পিস্তল উদ্ধার
বেনীপুর জঙ্গি আস্তানা থেকে ১১ বোমা ও পিস্তল উদ্ধার
অপারেশন ‘সান ডেভিলে’ এখন বোমা নিষ্ক্রিয়কারী দল
বেনীপুরে থমথমে পরিবেশ, ধানক্ষেতে জঙ্গিদের মরদেহ
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসএইচ