ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে হুন্ডির ১২ লাখ টাকাসহ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৭
পাঁচবিবিতে হুন্ডির ১২ লাখ টাকাসহ ব্যবসায়ী আটক হুন্ডির ১২ লাখ টাকাসহ ব্যবসায়ী আটক-ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে পাচারের সময় হুন্ডির ১২ লাখ টাকাসহ উজ্জ্বল সরদার নামে এক ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার আটাপাড়া সীমান্তের ২৮৪/৬ নম্বর পিলার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উজ্জ্বল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।

জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আটাপাড়া সীমান্তের ২৮৪/৬ পিলার এলাকায় অভিযান চালিয়ে হুন্ডির ১২ লাখ টাকাসহ উজ্জ্বলকে আটক করা হয়।

এসময় অপর এক ব্যক্তি একটি পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন ফেলে পালিয়ে যায়। আটক উজ্জ্বলকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।