শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার আটাপাড়া সীমান্তের ২৮৪/৬ নম্বর পিলার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উজ্জ্বল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।
জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আটাপাড়া সীমান্তের ২৮৪/৬ পিলার এলাকায় অভিযান চালিয়ে হুন্ডির ১২ লাখ টাকাসহ উজ্জ্বলকে আটক করা হয়।
এসময় অপর এক ব্যক্তি একটি পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন ফেলে পালিয়ে যায়। আটক উজ্জ্বলকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/জেডএস