শুক্রবার (১২ মে) দিনের দু’টি পৃথক সময়ে ঘটনাগুলো ঘটে।
নিহত আতাবুর উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের পানতুল্লার ছেলে ও কাশেম ৮ নং ধর্মপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত ইছমাইল হোসেনের ছেলে।
বিরল থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে আতাবুর বাড়ির ডিস লাইনের তার সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে একই উপজেলার ধর্মপুর পশ্চিমপাড়া গ্রামে আবুল কাশেম নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
জেডএস