ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ১২, ২০১৭
শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক ৫টি স্বর্ণের বারসহ আটক সৌরভ মন্ডল। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ সৌরভ মন্ডল (২৭) নামে এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালালে অবতরণের পর তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রেভেন্টিভ টিম।

রাত পৌনে ৯টার দিকে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার আহসানুল কবির।

তিনি বাংলানিউজকে বলেন, সৌরভ মন্ডল সন্ধ্যায় শাহজালালে নামলে তার কাছে স্বর্ণ আছে বলে গোপন সংবাদ পেয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেলে গতিরোধ করা হয়। এসময় স্বর্ণ থাকার কথা জানতে চাইলে সৌরভ অস্বীকার করেন।  

পরে তার দেহে তল্লাশি চালিয়ে জুতার মধ্য থেকে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়, এ বারগুলোর ওজন দেড় কেজি। এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আহসানুল কবির জানান, সৌরভের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাগদা এলাকার। তিনি জুয়েলারি ব্যবসায়ী।  
দু’দিন আগে কলকাতা থেকে চট্টগ্রামে আসেন। সেখানে একটি হোটেলে ছিলেন গত দু’দিন।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের এ সহকারী কমিশনার আরও জানান, কাস্টমস আইনে সৌরভের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে তাকে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।