শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এসময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
আবু তাহেরের বাড়ি লহ্মীপুরের সদর উপজেলার বরইতলা গ্রামে।
মৃত ব্যক্তির সঙ্গে থাকা ইসমাইল হোসেন জানান, মৃত তাহেরসহ লহ্মীপুর থেকে ১৮জন তবলীগ-জামাতের জন্য কাকরাইল মসজিদে আসেন। কাকরাইল মসজিদ থেকে গাবতলী যাওয়ার উদ্দেশে রমনা মৎস ভবনের সামনে রাস্তা পার হচ্ছিল্ এমন সময় একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে ঢামেকে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
এজেডএস/এসএইচ