ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিগগিরই সৌদি বাদশা বাংলাদেশ সফর করবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ১২, ২০১৭
শিগগিরই সৌদি বাদশা বাংলাদেশ সফর করবেন শিগগিরই সৌদি বাদশা বাংলাদেশ সফর করবেন

ঢাকা: শিগগিরই সৌদি আরবের বাদশা বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেছেন দেশটির মজলিশ ই শুরার স্পিকার।

শুক্রবার (১২ মে) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখ।
 
রাতে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ সফররত সৌদি স্পিকার তার নেতৃত্বাধীন শুরা কাউন্সিলের প্রতিনিধি দল শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী বৈঠক করেন।


 
সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও দু’দেশের সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন। মজলিশ ই শুরার স্পিকার মনে করেন, উভয় দেশের সংসদীয় পর্যায়ে সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ় করা সম্ভব।
 
তিনি আরও বলেন, বাংলাদেশে তার সফর নতুন এক দিগন্তের সূচনা করেছে। বাংলাদেশ অতিথিপরায়ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্পিকার যে আন্তরিকতা দেখিয়েছেন তা মনে রাখার মতো, যাতে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। একারণেই সৌদি আরবের বাদশাহ শিগগিরই বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
এসময় স্পিকার মজলিশ ই শুরার স্পিকার ও প্রতিনিধি দলের সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।

প্রতিনিধি দলে সৌদি শুরা কাউন্সিলের সদস্য ড. সালেহ এ এস আলসিহাইব, ড. ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আব্দুল আজিজ আল দারাব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিফ হুইপ আ স ম ফিরোজ, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীপ, হুইপবৃন্দ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা,বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্যরা এবং বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।