শুক্রবার (১২ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবলু দিনাজপুর রেলওয়ের সহকারী প্রকৌশলীর কার্যালয়ের নিরাপত্তা প্রহরী ও শহরের পুলিশ লাইন ইসলামবাগ রেলওয়ে কলোনি এলাকার মৃত আজিমউদ্দীনের ছেলে।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুরে মাতাসাগর এলাকার একটি ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্ততি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৭
জিপি/জেডএস