ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো অপরাধীকে ছাড় নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১২, ২০১৭
আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো অপরাধীকে ছাড় নয় বুড়িচংয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল/চবি: বাংলানিউজ

কুমিল্লা: বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১২ মে) সন্ধ্যায় কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্ণমতি এম এ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ফটোগ্যালারি উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

একারণে সরকার কোনো অপরাধীকে ছাড় দিচ্ছেনা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান আসামিসহ দু’জনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কোনো প্রভাব অন্তরায় হয়নি, হবেও না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে জঙ্গিবাদী অপচেষ্টা একটি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে একটি পক্ষ এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে জনগণ এসব জঙ্গিবাদকে রুখে দিচ্ছে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট জঙ্গিবাদের উৎপত্তি ও বিস্তারে সহায়ক নয়। সাম্প্রতিক জঙ্গিবাদী কিছু তৎপরতা দেখা গেলেও আইন শৃঙ্খলা বাহিনী দেশের জনগণের সহায়তায় জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে  নিয়ে এসেছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বুড়িচং-৫ আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, এটিএন নিউজের প্লানিং এডিটর প্রণব কুমার সাহা, কুমিল্ল দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সোনা বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, এম এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুল হক ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।