শুক্রবার (১২ মে) বিকেল ৫টায় শার্শার ডিহী ইউনিয়নের পাকশিয়া পণ্ডিতপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
শিশু দু’টি হলো- শার্শা উপজেলার ডিহী ইউনিয়নের পাকশিয়া পণ্ডিতপুর গ্রামের সোহেলের ৪ বছর বয়সী ছেলে ও তার ৫ বছর বয়সী ভাগ্নি।
ডিহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে শিশু দু’টি খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিনভর এলাকাজুড়ে মানুষের মুখে মুখে ছিলো তাদের নিয়ে আলোচনা।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ১২, ২০১৭
এজেডএইচ/জেডএস