ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে দম্পতি মেলা রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ১২, ২০১৭
শরীয়তপুরে দম্পতি মেলা রোববার শরীয়তপুরে দম্পতি মেলা রোববার-ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে রোববার (১৪ মে) দিনব্যাপী অনুষ্ঠিত হবে দম্পতি মেলা ও মাদক বিরোধী কনসার্ট। এ মেলা সফল করতে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা।

শরীয়তপুর জেলা পুলিশের ইউমেন চাইল্ড সাপোর্ট সেন্টার এবং জেলা কমিউনিটি পুলিশিং এ মেলার আয়োজন করেছে। মেলাকে সফল ও স্বার্থক করতে দিক নির্দেশনায় রয়েছেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

মেলা শুরুর এক সপ্তাহ আগে থেকে চলছে প্রস্তুতি ও প্রচারণা। ইতোমধ্যে মেলাকে সফল করতে জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদেরর নিয়ে একাধিকবার মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার।

মেলা উপলক্ষে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলছে মাইকিং, লিফলেট ও দাওয়াতপত্র বিলি। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ।

শুক্রবার (১২ মে) শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে গিয়ে দেখা যায়, মেলার প্যান্ডেল তৈরির কাজ পুরোদমে চলছে। পুলিশ সুপার উপস্থিত থেকে দিক নির্দেশনা দিচ্ছেন।

মেলায় ১৫শ’ দম্পতির সমাগম ঘটনোর টার্গেট নিয়েছেন পুলিশ সুপার।

দুই মাস আগে থেকে ‘সুখী-দাম্পত্য জীবনের গল্প’ শিরোনামে ১০০০ (এক হাজার) শব্দের মধ্যে দাম্পত্য জীবনের গল্প লিখে জামা দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। এদের মধ্যে থেকে তিন ক্যাটাগরিতে ১০জন বিজয়ী ‘সুখী দম্পতি’কে দেয়া হবে পুলিশ সুপার সম্মাননা ও পুরস্কার।

এছাড়া মেলায় আগত দম্পতিদের মধ্যে থেকে লটারির মাধ্যমে সেরা ২০ সুখী দম্পতির জন্য রয়েছে আকর্ষণীয় ২০টি পুরস্কার।

মেলায় দিনব্যাপী উন্মুক্ত মঞ্চে থাকবে নাচ-গান, কবিতা আবৃত্তি, নাটক, যাদু প্রদর্শনী, কৌতুক, সাপ খেলাসহ নানা বিনোদন।

বিকেল ৩টায় রয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সন্ধ্যায় থাকছে ঢাকার শিল্পীদের অংশগ্রহণে মাদক বিরোধী কনসার্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শরীয়তপুরে দম্পতি মেলা রোববারএছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান।

এদিকে, দম্পতি মেলা সাধারণ মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি করেছে। এ নিয়ে সাধারণ মানুষের চলছে তুমুল আলোচনা।

গোসাইরহাট উপজেলার সালাম সিকদার নামে একজন বলেছেন, জীবনে অনেক মেলার নাম শুনেছি। কিন্তু দম্পতি মেলার নাম এ প্রথমবার শুনলাম। এটা কি ধরনের মেলা তা দেখার আগ্রহ আছে।

পারিবারিক কলহ দূরীকরণ এবং সুখী দাম্পত্য জীবনকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশ সুপার বলেন, বর্তমান সমাজে দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। প্রতিনিয়ত এ সংক্রান্ত অনেক অভিযোগ আমাদের কাছে আসছে। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির মতো ঘটনা ঘটছে। এটা আমার কাছে খুবই অমানবিক বলে মনে হয়। এ থেকে পরিত্রাণ পেতে পারিবারিক কলহ বিবাদ দূরীকরণ এবং সুখী দাম্পত্য জীবনকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলা থেকে আমরা দম্পতিদের বার্তা দিতে চাই যে, ঝগড়া বিবাদ ও ছাড়াছাড়ির চেয়ে একসঙ্গে থাকাটাই অনেক সুখের।

এ মেলায় ১৫শ’ সম্পতির সমাগম ঘটানোর টার্গেট নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।