শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাহাত ও মাহবুব নামে দুই বখাটে তাকে হত্যা করে।
এসময় ওই নারীর সঙ্গে থাকা মেয়ে খুশীকেও তারা হাতে কুপিয়ে আহত করে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম বাংলানিউজকে বলেন, দুই বখাটে রাহাত ও মাহবুব শবে বরাতের রাতে ওই নারী বাসার সামনে ডেকসেট বাজাচ্ছিল। এতে তিনি বিরক্তি প্রকাশ করলে কথাকাটি হয়।
শুক্রবার সন্ধ্যায় ওই নারী বাসার বাইরে বের হলে কথাকাটির জেরে মা ও মেয়েকে কুপিয়ে ফেলে রেখে যায়। আহত অবস্থায় উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা নামের ওই নারী মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএএএম/এএ