ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নারীকে ছুরিকাঘাতে হত্যা করলো বখাটেরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
ময়মনসিংহে নারীকে ছুরিকাঘাতে হত্যা করলো বখাটেরা

ময়মনসিংহ: ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় আনোয়ারা (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুই বখাটে যুবক।

শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাহাত ও মাহবুব নামে দুই বখাটে তাকে হত্যা করে।

এসময় ওই নারীর সঙ্গে থাকা মেয়ে খুশীকেও তারা হাতে কুপিয়ে আহত করে।

সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম বাংলানিউজকে বলেন, দুই বখাটে রাহাত ও মাহবুব শবে বরাতের রাতে ওই নারী বাসার সামনে ডেকসেট বাজাচ্ছিল। এতে তিনি বিরক্তি প্রকাশ করলে কথাকাটি হয়।

শুক্রবার সন্ধ্যায় ওই নারী বাসার বাইরে বের হলে কথাকাটির জেরে মা ও মেয়েকে কুপিয়ে ফেলে রেখে যায়। আহত অবস্থায় উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা নামের ওই নারী মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।