শুক্রবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামের আজাহার আলীর ছেলে মো. মনির হোসেন (৩০) ও একই গ্রামের মালেকের স্ত্রী রাশেদা বেগম (৩৫)।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে বলেন, কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামে অভিযানকালে মনির হোসেন ইয়াবা বিক্রি করতে রাস্তায় এলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এর আগে একই এলাকার রাশেদা বেগমের বসতঘর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তারা দু’জনই দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হবে।
এর আগে গত ১০ মে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপদোন গ্রাম থেকে ৭শ পিস ইয়াবাসহ হাসি বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এএ