ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

যেখানে ট্রান্সপারেন্সি রয়েছে সেখানে উন্নয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মে ১২, ২০১৭
যেখানে ট্রান্সপারেন্সি রয়েছে সেখানে উন্নয়ন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া/ছবি: বাংলানিউজ

ঢাকা: যেখানে ট্রান্সপারেন্সি রয়েছে সেখানে উন্নয়ন রয়েছে। বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হচ্ছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ট্রান্সপারেন্সির জন্যই সম্ভব হচ্ছে। এ মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

তিনি আরও বলেন, এভাবে দেশের প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে অতি দ্রুত সময়েই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে নাম লেখাতে সক্ষম হবে।
 
শুক্রবার (১২ মে) বিকেলে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ  শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকায়  গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।


 
ডেপুটি স্পিকার বলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ঐতিহাসিকভাবেই সমৃদ্ধ। কারণ এখান থেকেই আবুল হোসেন সরকার তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার সততা, নিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসার কারণে। তাই এ সমিতি যদি তার আদর্শ ধারণ করে স্বচ্ছতার মধ্য দিয়ে তাদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে তাহলে অবশ্যই এ এলাকা আর পশ্চাৎপদ থাকবে না।

তিনি বলেন, এখন গাইবান্ধা জেলায় অনেক বিত্তবান ও সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ব্যক্তি, সরকারি কর্মচারী রয়েছেন। তাদের সবাইকে জেলার উন্নয়নে যার যার অবস্থানে থেকে কাজ করে যেতে হবে। এ

সময় তিনি সাদুল্লাপুর থেকে নির্বাচিত জনপ্রতিনিধিকে এ সমিতির পৃষ্ঠপোষকতা করে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
 
সংগঠনের সভাপতি মোকছুদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার, বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান কফিল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফরিদ আহম্মদ, সংগঠনের সহ-সভাপতি শামসুল জোহা রাঙ্গা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।