শুক্রবার (১২ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ফারইস্ট গার্মেন্টসের ৮তলা ভবনের ২য় ও ৩য় তলায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, ইপিজেড ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ওই কারখানার কাপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান অপূর্ব বল।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএস/জিপি/জেডএস