ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে উপ-নির্বাচনে ৫৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
সৈয়দপুরে উপ-নির্বাচনে ৫৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১৬ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৭১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ও ১২টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশ বিগত সময়ের বিভিন্ন নির্বাচনে নির্বাচনী চিত্র ও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওইসব কেন্দ্র চিহ্নিত করেছে। সুষ্ঠ‍ু ও শান্তিপূর্ণ ভোট দেয়া ভোটার ও সাধারণ জনগণের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এজন্য রয়েছে ৭১ জন পুলিশ অফিসার, ২৮৪ জন পুলিশ সদস্য এবং ৮৫২ জন আনসার ও ভিডিপি।

সূত্রটি জানায়, প্রতি ভোটকেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে ৪ জন কনস্টেবল ও ১২ জন আনসার সদস্যসহ মোট ১৭ জন নিরাপত্তার দায়িত্ব পালন করবে। একজন পুলিশ অফিসারের নেতৃত্বে ৬ সদস্য করে ১৪টি মোবাইল টিম মাঠে থাকবে। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১০টি ও পৌর এলাকায় ৪টি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম থাকবে নির্বাচনী মাঠে। এছাড়া ২০ জন করে ৪টি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। সার্বক্ষণিক প্রস্তত থাকবে রিজার্ভ ফোর্সের কয়েকটি গ্রুপ। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহলে থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।