ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

একই ওড়নায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহনন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
একই ওড়নায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহনন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন এক প্রেমিক যুগল।
 শুক্রবার (১২ মে) রাতে উপজেলা সদরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২) ও কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক মিয়ার ছেলে নুর ইসলাম (২৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলীনুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভগ্নিপতি রিপন মিয়ার  বাড়িতে থাকতেন খুকু মনি।

নুর ইসলাম খুকু মনির ভগ্নিপতির সঙ্গে কাঠ মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। এরই সুবাদে খুকু মনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শুক্রবার রাতে তারা দু’জন ভগ্নিপতির বাড়িতে রাতের খাবার খায়। পরে রাতের কোনো এক সময় বাড়ির পাশের একটি রেইন্ট্রি গাছের ডালে ওড়না পেঁচিয়ে দু’জন একই সঙ্গে গলায় ফাঁস নেন।  

শনিবার (১৩ মে) সকালে স্থানীয়রা গাছের সঙ্গে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।

ওসি আরো জানান, কেন তারা আত্মহত্যা করেছেন তার কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখ‍া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।