ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকছড়ির গচ্ছাবিলে অগ্নিকাণ্ডে ক্ষতি ৩০ লাখ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
মানিকছড়ির গচ্ছাবিলে অগ্নিকাণ্ডে ক্ষতি ৩০ লাখ মানিকছড়ির গচ্ছাবিলে অগ্নিকাণ্ডে ক্ষতি ৩০ লাখ

রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার মানিকছড়ির গচ্ছাবিল বাজারে আগুন লেগে ৫টি ফার্নিচার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শুক্রবার (১২ মে) রাত ৩টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়দের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় রক্ষা পায় বাজারের বাকী দোকানগুলো।

ব্যবসায়ী মো. রহমত উল্লাহ বলেন, শুক্রবার হওয়ায় দোকানগুলি বন্ধ ছিল।

রাত পৌনে ৩টার দিকে হঠাৎ দোকানে আগুন দেখে পার্শ্ববর্তী লোকজন চিৎকার শুরু করলে স্থানীয়রা ও আনসার সদস্যরা এগিয়ে এসে টিউবওয়েল থেকে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবুও এরই মধ্যে ৫টি দোকান পুড়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, জনপ্রতিনিধি, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর মাধ্যমে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও আগুন নেভার আগে তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।