ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নির্মাণ শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
নির্মাণ শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের দাবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের মানববন্ধন- ছবি- জি এম মুজিবুর

ঢাকা: আসন্ন জাতীয় বাজেটে নির্মাণ শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)

শনিবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে অায়োজিত মানববন্ধন থেকে এমন দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে সভাপতি মিজানুর রহমান বাবলু বলেন, আসন্ন ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেটে নির্মাণ শ্রমিকদের জন্য বাসস্থান, কর্মস্থলে নিরাপত্তা, পেনশন স্কিম, রেশনিং ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, নির্মাণ শিল্পের পেশায় বর্তমানে প্রায় ৩০ লাখ নির্মাণ শ্রমিক কর্মরত রয়েছেন, নির্মাণ শিল্পের প্রবৃদ্ধির হার প্রায় ১৬-১৮ শতাংশ। সারা বিশ্বে লাখ লাখ বাংলাদেশি নির্মাণ শ্রমিক কর্মরত, তারা দক্ষতার সঙ্গে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।  

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে নির্মাণ শ্রমিকদের মৌলিক অধিকারই পূরণ হচ্ছে না।

১২ দফা দাবি প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বাজেটে তাদের দাবি মাথায় রেখে অর্থ বরাদ্দ দেওয়া হোক।  

দাবিগুলোর মধ্যে রয়েছে- শ্রমিকদের চিকিৎসাকেন্দ্র, কর্মস্থলে জীবনের নিরাপত্তা, বাসস্থান, কর্ম পরিবেশ, পেনশন স্কিম ও রেশনিং, বেঁচে থাকার মতো মজুরি ও ছেলেমেয়েদের লেখাপড়া ব্যবস্থা নিশ্চিত করা।

আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে সংগঠনের নেতা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।