ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কেসিসির গাড়ি চালককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
কেসিসির গাড়ি চালককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ কেসিসির গাড়ি চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বর্জ্য বহনকারী ট্রাকের গাড়ি চালক রিপনকে মারধরের ঘটনা ঘটেছে।
 
 

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় মহানগরীর নতুন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।  

এদিকে ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১২ট পর্যন্ত বর্জ্য বহনকারী ট্রাক সড়কে দাঁড় করিয়ে অবরোধ করেন চালক ও কর্মচারীরা।

পরে তারা সংশ্লিষ্ট থানায় মামলা করতে যান।  

কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা বাংলানিউজকে বলেন, নতুন রাস্তার মোড়ের এক দোকানদার রিপনকে মাথায় আঘাত করেন। এতে সে অজ্ঞান হয়ে যায়। পরে রিপনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
তবে কি কারণে তাকে মারধর করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।