শনিবার (১৩ মে) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন-নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি সুর্ষেন্দু কুমার ভৌমিক, জেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহিনুল আলম লিটন, নিসচার সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মাদ আল হাসান।
অনুষ্ঠানে পরিবহন মালিক, শ্রমিক, মানবাধিকার কর্মী, নিসচা কর্মীরা নিরাপদ সড়কের দাবি সম্বলিত বিভিন্ন পোস্টার নিয়ে অংশ নেয়।
বক্তারা, সড়কে যানবাহনের গতি কমানোর পাশাপাশি সড়ক সংস্কার ও মহাসড়ক থেকে বাজার তুলে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ