ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন-ছবি-বাংলানিউজ

ঝিনাইদহ: গতি কমাও, জীবন বাঁচাও- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন-নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি সুর্ষেন্দু কুমার ভৌমিক, জেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহিনুল আলম লিটন, নিসচার সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মাদ আল হাসান।

অনুষ্ঠানে পরিবহন মালিক, শ্রমিক, মানবাধিকার কর্মী, নিসচা কর্মীরা নিরাপদ সড়কের দাবি সম্বলিত বিভিন্ন পোস্টার নিয়ে অংশ নেয়।

বক্তারা, সড়কে যানবাহনের গতি কমানোর পাশাপাশি সড়ক সংস্কার ও মহাসড়ক থেকে বাজার তুলে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।