চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির বারৈয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন নেপ-এর মহাপরিচালক মো. ফজলুর রহমান (৫৫)।
অফিসিয়াল কাজে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে শুক্রবার (১২ মে) রাতে দুর্ঘটনায় পড়ে ফজলুর রহমানকে বহনকারী গাড়ি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।
নেপ মহাপরিচালকের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তার এক ছেলে পুলিশের এএসপি।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমঅাইএইচ/জেডএস