ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫ লাখ চিংড়ির রেনু পোনা জব্দ, আটক ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বরিশালে ৫ লাখ চিংড়ির রেনু পোনা জব্দ, আটক ২৫

ব‌রিশাল: বরিশাল নগরের দপদপিয়া থেকে পাঁচ লাখ গলদা চিংড়ির রেনু পোন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে ভোলা থেকে গাড়িতে করে খুলনার উদ্দেশে নেওয়ার সময় এগুলো জব্দ করা হয়।

জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল দপদপিয়া এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ চিংড়ির রেনু পোনা জব্দ করে।

এ সময় ২৫ জনকে আটক করা হয়। এদের বাড়ি ভোলা ও নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

আটকদের কোতোয়ালি মডেলে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিমল চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।