শনিবার (১৩ মে) মধ্য বাড্ডার একটি বাসায় এ ঘটনা ঘটে। মৃত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ওই এলাকার একটি টিনশেড বাসায় মৃত তাহমিনার স্বামী শাহ আলম ভোরে তার স্ত্রীকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন। মৃত নারীর শরীরসহ মাথায় ক্ষত রয়েছে। শাহ আলমকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এজেডএস/আইএ