শনিবার (১৩ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ কৈপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল উপজেলার তারাগুনিয়া ফিল্ডপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, হাসিবুল ও জিহাদ বাইসাইকেলে করে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তারা সাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন। আহত জিহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ