শনিবার (১৩ মে) সকালে শহরের রেলওয়ে মাঠে মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। নাদিম উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জিয়ার বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলওয়ে মাঠে পুলিশ অভিযান চালায়। এসময় পলিথিনে মোড়ানো ১৬৩ পুরিয়া হেরোইন ও ১৭০ পিস ইয়াবাসহ নাদিমকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম ৬৮ হাজার টাকা।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনটি