শনিবার (১৩ মে) বেলা পৌনে ১১টায় পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নান্না শেখ মোরেলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার প্রয়াত করিম শেখের ছেলে।
এরআগে বৃহস্পতিবার (১১ মে) ব্যবসায়ীক কাজে নান্না শেখ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বাংলানিউজকে বলেন, সকালে পানগুছি নদীর গাবতলা এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নান্নার মরদেহটি সনাক্ত করে।
দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নান্নার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা নান্নাকে গলাকেটে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনটি