শনিবার (১৩ মে) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব এলাকায় মানিকগঞ্জের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নয়নের মা নাসরিন আক্তার নাজমা, চাচা ফরিদ আল মাহমুদ ও আব্দুল্লাহ আল মামুন, মামা আবুল কালাম আজাদ এবং বোন শারমীন আক্তার শোভাসহ অনেকেই বক্তব্য রাখেন।
নয়ন হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও সাক্ষীদেরকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয় মানববন্ধনে। কাজেই তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।
২০১৩ সালের ২৬ নভেম্বর সন্ধ্যার দিকে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় এসএসসি পরীক্ষার্থী নয়নকে প্রকাশ্য দিবালকে তার দুই বন্ধু ডেভিড সুলতান হৃদয় ও রাকিব ছুরিকাঘাতে খুন করে। নিহত নয়নের চাচা ফরিদ আল মাহমুদ ঘটনার পরের দিন হৃদয় ও রাকিবকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
জেডএস