ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাক পরিবহন মালিক-শ্রমিকদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
নওগাঁয় ট্রাক পরিবহন মালিক-শ্রমিকদের সংবাদ সম্মেলন নওগাঁয় ট্রাক পরিবহন মালিক-শ্রমিকদের সংবাদ সম্মেলন

নওগাঁ: সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার (১৩ মে) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান টিপু জানান, মহাসড়কে চাঁদাবাজি, হয়রানী, অবৈধ যানবাহন চলাচল ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে হয়রানী দিন দিন বাড়ছে।

অবিলম্বে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ চান তারা। এছাড়া ২০১৭ সালের মন্ত্রীসভার নতুন খসড়া আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবি করা হয়। অন্যথায় ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত ৪৮ ঘণ্টা উত্তরাঙ্গের ১৬ জেলায় ট্রাক পরিবহন ধর্মঘটের হুশিয়ারি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- মালিক গ্রুপের সভাপতি শফিকুল ইসলাম নাথু, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।