ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গুলিস্তান ফুটপাত মেয়রের হাতছাড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
গুলিস্তান ফুটপাত মেয়রের হাতছাড়া গুলিস্তান ফুটপাতে আবোরো বসেছে হকার-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত আবারও দখলে নিয়েছে হকাররা। ফুটপাতকে হকারমুক্ত ঘোষণার চার মাসের মাথায় আবারো মেয়র সাঈদ খোকনের হাতছাড়া হলো গুলিস্তানের ফুটপাত। 

গত ১৬ জানুয়ারি গুলিস্তান, পল্টন ও মতিঝিল এলাকার ফুটপাতকে হকারমুক্ত ঘোষণা করেন মেয়র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে হকারদের উচ্ছেদ করা হয়।

 

এ নিয়ে হকার ও রাজনৈতিক নেতাদের সমালোচনার মুখে পড়তে হয় মেয়রকে। গত ৫ মে মেয়র দৃঢ় কণ্ঠে বলেছিলেন, কোনো চাপের কাছে নতি শিকার করিনি। হকার উচ্ছেদ করেছি। কোনভাবেই গুলিস্তানের ফুটপাত হকারদের দখলে যেতে দেব না। এরপর গুলিস্তান এলাকায় নাইট  মার্কেট  চালু হয়। কিন্তু  শনিবার হঠাৎ করেই আবার পুরো গুলিস্তান এলাকার ফুটপাত হকারদের দখলে  চলে যায়।

গুলিস্তান ফুটপাতে আবোরো বসেছে হকার-ছবি-বাংলানিউজহকাররা নানা রকম পণ্যের পসরা নিয়ে  ফুটপাত দখল করে  ব্যবসা করছেন। মো. আওলাদ হোসেন নামের এক হকার বাংলানিউজকে বলেন, যতবার উচ্ছেদ করবে, ততবারই বসবো। আমাদের  অনুমতি লাগে না। আমরা নিজেরাই বসি, পুলিশ এলে দৌড়ে  চলে যাব।  

এ বিষয়ে ডিএসসিসি'র প্রধান নির্বাহী খান মো. বিলালের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ হকার ফেডারেশনের সভাপতি এমএ কাশেম বাংলানিউজকে বলেন, ফুটপাতে বসার নিয়ম নেই। তবে হলিডে মার্কেটের সুযোগ নিয়ে অনেকে শনিবার  বসেন।  এর অন্যতম কারণ শুক্রবার প্রশাসনের লোক হলিডে মার্কেটে বসতে দেয় না। এজন্য হকাররা বাধ্য হয়ে বসেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসএম/আরআর/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।