শনিবার (১৩ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অত্র সংগঠনের আহ্বায়ক মো. আব্দুল মান্নান আকন্দ এ কর্মবিরতি ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন; ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে সব ধরনের পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
এক প্রশ্নের জবাবে সংগঠনের আহ্বায়ক মো. আব্দুল মান্নান আকন্দ বলেন, এসব দাবি বাস্তবায়নে আমরা গেল বছরের ডিসেম্বর মাসের প্রথম দুই দিন কর্মবিরতি পালন করি। ওই সময় রাজশাহী বিভাগী কমিশনার ও ডিআইজি এসব দাবির সঙ্গে একমত পোষণ করেন। তারা বলেছিলেন, বিষয়টি আইন সংস্কারের বিষয়। তাই মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়টি নিস্পত্তি করার আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ওই সময় কর্মসূচি স্থগিত করেছিলাম।
তিনি বলেন, কিন্তু দেড় দুই মাসের মাথায় আবারও সড়ক মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট ও হাইওয়ে পুলিশ আগের মতো আচরণ শুরু করেন।
এ অবস্থায় ন্যায্য অধিকার আদায়ে কর্মসূচি দেওয়া ছাড়া সামনে আর কোনো বিকল্প নেই। তাই আগামী ২১ মে সকাল ৬টা থেকে ২৩ মে সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এতেও সমস্যার সমাধান না হলে আগামীতে লাগাতর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. নুর কায়েম সবুজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমবিএইচ/জিপি/জেডএম