মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মো. মায়া মিয়া (৬০) ও তার ছেলে মির্জা ইকবালকে (৩১) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাড়ির পাশের রাস্তা দিয়ে মায়া মিয়া ও তার ছেলে ইকবাল যাচ্ছিলেন।
এসময় একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কোপান। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শামসুদ্দোহা বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।