ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালের কাশিপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী লিজার নিহতের ঘটনায় দোষী মাহিন্দ্রা চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুর ১২টায় বিএম কলেজের শহীদ মিনার গেটে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলেজ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন সরকারি ব্রজমোহন কলেজ শাখার সভাপতি রবিউল ইসলাম শান্ত’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ স. ম ইমানুল হাকিম, উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, বাংলা বিভাগের প্রধান নুসরাত জাহান, আব্দুল মোতালেব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী আহম্মেদ রাজা রাঢ়ী ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

 

এসময় বক্তারা বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী লিজা আক্তার নিহতের ঘটনায় মূলহোতা মাহিন্দ্রা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক ব্যবস্থা ও কলেজের সামনে গতিরোধকের দাবি জানান।

 

দাবি মানা না হলে বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা।

 

বাংলা‌দেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭

এমএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।