ওইদিন বিকেল ৩টায় ফেনী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ফেনী জেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ।
সমাবেশে সভাপতিত্ব করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক সালাহ উদ্দিন মাহমুদ।
স্বরাষ্ট্রমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে জেলা প্রশাসন ছাড়াও জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মাদকবিরোধী সমাবেশ ছাড়াও ফেনী জেলা কৃষক লীগের সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসএইচডি/এএটি/বিএস