শনিবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নতুন কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরুমিতার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার ঘোষালকান্দি এলাকায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবু নাঈম বলেন, দুপুরে অরুমিতা কর্মকার তার স্বামী রতন রায়ের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে রনি এন্টারপ্রাইজ নামের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি দোকানে ঢুকে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই অরুমিতার মৃত্যু হয়। রতন রায় ও বাসচালক মামুনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ