শনিবার (১৩ মে) বিকেলে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই মেঘ কালো করে জেলাব্যাপী ঝড়ো হাওয়া শুরু হয়।
থানা পুলিশের দেওয়া তথ্য মতে, বিকেলে সদর উপজেলার সরিজপুর গ্রামের হাসেমের ছেলে শিক্ষার্থী রফিকুল ইসলাম ও ফতেপুর গ্রামের জাহের আলীর ছেলে শিক্ষার্থী আমজাদ হোসেন আম কুড়াতে বাড়ির পাশের একটি বাগানে যায়। এসময় বজ্রপাত হলে তারা দু’জনে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, জেলার আত্রাই উপজেলার দর্শন গ্রামে ধান কাটার সময় রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা হাতেম আলীর ছেলে শ্রমিক রতন ও একই এলাকার আফতাবের ছেলে মিলন বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
অন্যদিকে, জেলার মহাদেবপুর উপজেলার বিরগ্রামের আসাদুলের ছেলে আরাফাত মাঠে গরু আনতে যায়। সেসময় বজ্রপাত হলে আসাদুল জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
** খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ