ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সরকারি ওষুধ পুকুরে, এবার শেবাচিমের সেবিকা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
সরকারি ওষুধ পুকুরে, এবার শেবাচিমের সেবিকা আটক আটক সেবিকা -ছবি-বাংলানিউজ

ব‌রিশাল: পুকুরে সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় এবার ব‌রিশাল শের-ই বাংলা চি‌কিৎসা মহা‌বিদ্যালয় (শেবা‌চিম) হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ (সেবিকা) বিলকিস বেগমকে আটক করেছে পুলিশ। তার কক্ষ থেকেও মজুদ অবস্থায় পাওয়া গেছে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও বিছানার চাদরসহ অন্য মালামাল।

শনিবার (১৩ মে) বেলা আড়াইটার দিকে বিলকিস বেগমকে হাসপাতাল থেকে আটক করা হয়।  

শুক্রবার (১২ মে) শেবা‌চিম হাসপাতালের চতুর্থ শ্রে‌ণীর স্টাফ কোয়ার্টা‌র কম্পাউন্ডের পুকুরে ভাসমান অবস্থায় অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

এরই সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল্লাহ মো. নাসির।

তিনি জানান, কোয়ার্টারের পুকুর থেকে ওষুধ উদ্ধার এবং হাসপাতালের স্টাফ শেফালি বেগম ও তার ছেলে মামুনকে আটকের পর পুলিশ মামলা করে। এর তদন্ত করতে দুপুরে মহিলা মেডিসিন ওয়ার্ডে তল্লাশি চালানো হয়। এ সময় ওয়ার্ডের সেবিকা কক্ষে বিপুল পরিমাণ সরকারি ওষুধ মজুদ পাওয়া যায়। পাশাপাশি বিছানার চাদরসহ অন্য মালামালও রয়েছে। যা স্বাভাবিক নিয়ম বহির্ভূত বলে জানিয়েছেন হাসপাতাল প্রশাসন।  

বিলকিসকে জিজ্ঞাসাবাদ করা হবে, পাশাপাশি তদন্ত কার্যক্রমও চলছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

হাসপাতালের পরিচালক এসএম সিরাজুল ইসলাম জানান, বিলকিসের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিলো। নার্সিং কর্মকর্তাদের বিষয়টি জানানোও হয়েছে। তাকে এ ওয়ার্ড থেকে সরিয়ে দিতে বলা হয়েছিলো।

হাসপাতালের নার্সিং তত্ত্বাবধায়ক মমতাজ বেগম জানান, তিনি যোগদানের পরই বিলকিসের বিরুদ্ধে কিছু মৌখিক অভিযোগ শুনেছেন। তবে লিখিত অভিযোগ পাননি। এখন হাসপাতাল প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

শুক্রবার সকাল থেকে কোয়ার্টারের ৪ নম্বর ভবনের সামনের মজা পুকুরে সরকারি ওষুধ ও ইক্যুইপমেন্ট ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ওষুধ উদ্ধার শেষে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী শেফালি বেগম ও তার ছেলে মামুনকে আটক করে। এ সময় তাদের বাসা থেকে সরকারি ওষুধ ও যন্ত্রপাতি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএস/আরআর/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।