ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

১৫টি জঙ্গিবিরোধী অভিযানে ৬৫ জন জঙ্গি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
১৫টি জঙ্গিবিরোধী অভিযানে ৬৫ জন জঙ্গি নিহত

ঢাকা: সারাদেশে এ পর্যন্ত ১৫টি জঙ্গি বিরোধী অভিযানে ৬৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

শনিবার (১৩ মে) রাজধানীর চকবাজারে আজাদ বালুর মাঠে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, জঙ্গিরা যেখানেই সংগঠিত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানেই হানা দিচ্ছে।

জঙ্গিরা বুঝতে পারছে না, এতো গোপনীয় কর্মকাণ্ড পুলিশ কিভাবে টের পায়? দেশের কোথায় জঙ্গিদের আস্তানা রয়েছে, কোথায় সংগঠিত হচ্ছে, তা পুলিশের চৌকস ছেলেরা শনাক্ত করছে।

নিজের নিরাপত্তার জন্য প্রতিবেশীর খবর জানা জরুরি উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিবেশী যদি জঙ্গি হয়, তাহলে পুলিশ অভিযান চালালে আপনার জীবনও ঝুঁকির মধ্যে পড়বে। কোন প্রতিবেশীর অস্বাভাবিক আচরণ দেখলে পুলিশে খবর দিন।

জঙ্গিবাদ দমনে আইনে যতো কঠোর হওয়া দরকার পুলিশ হবে জানিয়ে তিনি আরো বলেন, একটা ভ্রান্ত ধারণা নিয়ে তরুণ প্রজন্ম জঙ্গিবাদে ঝুঁকে পড়ছে। এটা সারা বিশ্বে মুসলমানদের জন্য একটা গভীর ষড়যন্ত্র।

গণমুখী ও জবাবদিহিতা পুলিশিং নিশ্চিত করার হবে জানিয়ে তিনি বলেন, গণমুখী পুলিশিংয়ে কারো অনীহা থাকলে কোনো পুলিশ কর্মকর্তা থানায় থাকতে পারবে না। আর এর মূল্যায়নটা জনগণের কাছ থেকে আসতে হবে। পুলিশ সেবার টার্গেট নিয়ে কাজ করে। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী আমরা জনগণের পুলিশ হতে চাই।

কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পেলে তাকে শুধু প্রত্যাহারই নয় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। বিশুদ্ধ অভিযানটা নিজেদের মধ্য থেকে শুরু করতে চাই। গত জানুয়ারি থেকে আমরা এ বিশুদ্ধ অভিযান শুরু করেছি।

শুধু পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য ব্যাপক জনসম্পৃক্ততা দরকার। সবার আগে পরিবার থেকে এ উদ্যোগটা নিতে হবে। আপনার সন্তান যেন মাদক জঙ্গিবাদে না জড়িয়ে যায়, সেজন্য সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে।

মাধ্যমিকের পাঠ্যবইয়েও মাদক ও জঙ্গিবাদের কুফল নিয়ে একটি অধ্যায় রাখার জন্য ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে। যেন শিশুরা ছোটবেলা থেকেই এর ভয়াবহতা সম্পর্কে জনতে পারে।

পুলিশের ভালো কাজের প্রশংসা কেউ করে না, সবাই খালি খুঁত খুঁজে বেড়ায় এমন মন্তব্য করে পুলিশ প্রধান আরো বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদক প্রতিরোধে আমরা জনপ্রতিরোধ চাই।

নাসিরনগরসহ বিভিন্ন সময় গুজব ছড়িয়ে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নাসিরনগরের ঘটনায় ঘোষণা দিয়েছিলাম, একটা একটা করে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। আমরা খুঁজে বের করেছি, একজনকেও ছাড়িনি। এসব গুজবের বিরুদ্ধে জনগণকে আরো সচেতন হতে হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
পিএম/জেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।