শনিবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ‘সাদা মনের মানুষ’ খ্যাত পলান সরকার।
চারুকলা অনুষদের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজিত এ প্রদর্শনী সোমবার (১৫ মে) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তফা শরীফ আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গণিতবিদ ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক সুব্রত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ঋতেন্দ্র কুমার শর্ম্মা।
প্রদর্শনীতে চারুকলার ১৯তম ব্যাচের মোট ৫৮ জন শিক্ষার্থীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পকর্মের মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা, ছাপচিত্র, ডিজাইন, কারুশিল্প, ভাস্কর্য, মৃৎশিল্প ও ইনস্ট্রলেসন আর্ট প্রভৃতি স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনটি